Adsterra

a-ads

pop

Friday, July 29, 2022

|| রবী ঠাকুর ও জগদীশচন্দ্র বোসের অটুট বন্ধুত্ব ||

|| রবী ঠাকুর ও জগদীশচন্দ্র বোসের অটুট বন্ধুত্ব ||

☘️
🗓️ ১৮৯৭ সালের এপ্রিল মাস 🗓️
এক সকালে জগদীশচন্দ্রের সঙ্গে পরিচয় করতে এলেন রবীন্দ্রনাথ,তবে দু'জনের দেখা হয়নি, বিজ্ঞানী বাড়িতে ছিলেন না৷ রবীন্দ্রনাথ তাঁর টেবিলে একটি ম্যাগনোলিয়া ফুল রেখে আসেন৷ বন্ধুত্ব যখন সুগভীর জগদীশচন্দ্র রবীন্দ্রনাথের কাছে আবদার করতেন প্রতিবার একটি নতুন গল্প শোনাতে হবে,বন্ধুর সেই দাবি মেনে রবি কবি নতুন গল্প পড়ে শোনাতেন৷ অন্যদিকে জগদীশচন্দ্র তাঁর নতুন গবেষণা নিয়ে আলোচনা করতেন৷
বিশ্ববন্দিত দুই ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর ও জগদীশচন্দ্র বসুর সখ্য সারাজীবন অটুট ও অমলিন ছিল৷ প্রথম দিকের 'আপনি' সম্বোধন কিছুদিনের মধ্যে প্রীতিপূর্ণ 'তুমি' হয়ে যায়৷ বয়সে রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্রের থেকে আড়াই বছরের ছোট৷
প্রথমবার বিজ্ঞান সফর শেষে ১৮৯৭সালের এপ্রিল মাসে বিজ্ঞানী দেশে ফিরে উঠেছিলেন ধর্মতলায় ভগ্নীপতি আনন্দমোহন বসুর বাড়ি৷ সেই সময়ে দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় জগদীশচন্দ্রের বিজ্ঞান গবেষণার সফলতার খবর প্রকাশ হচ্ছিল, তাঁর অসাধারণ সম্মানলাভ দেশের শিক্ষিত মহলে বেশ উদ্দীপনা সৃষ্টি করেছে৷ সেই এপ্রিল মাসের এক সকালে জগদীশচন্দ্রের সঙ্গে পরিচয় করতে এলেন রবীন্দ্রনাথ,তবে দু'জনের দেখা হয়নি, বিজ্ঞানী বাড়িতে ছিলেন না, রবীন্দ্রনাথ তাঁর টেবিলে একটি ম্যাগনোলিয়া ফুল রেখে আসেন৷
আবার রবীন্দ্রনাথ যখন পদ্মাপারে তাদের জমিদারির শিলাইদহে থাকতেন তখন প্রতি মাসের শেষ শনিবার সেখানে গিয়ে দু'রাত কাটিয়ে সোমবার কলকাতায় ফিরতেন জগদীশচন্দ্র বসু, সঙ্গে থাকতেন সহধর্মিণী অবলা৷ বিজ্ঞানীর জন্য থাকত আলাদা একটা বজরা৷ সন্ধ্যায় দুই বন্ধু বোটের মধ্যে নানা আলোচনা করতেন৷ জগদীশচন্দ্র রবীন্দ্রনাথের কাছে আবদার করতেন প্রতিবার একটি নতুন গল্প শোনাতে হবে, বন্ধুর সেই দাবি মেনে রবি কবি নতুন গল্প পড়ে শোনাতেন৷ অন্যদিকে জগদীশচন্দ্র তাঁর নতুন গবেষণা নিয়ে আলোচনা করতেন৷
দ্বিতীয়বার জগদীশচন্দ্র বিদেশে কিছু সমস্যার সন্মুখীন হয়েছিলেন, সেখানে আরও কিছুদিন থাকার প্রয়োজন হয়, পাশে দাঁড়ান রবীন্দ্রনাথ৷ বারবার চিঠি লিখে উৎসাহ দিতেন, এক চিঠিতে তিনি লিখলেন “যেমন করিয়া হোক তোমার কার্য অসম্পন্ন রাখিয়া ফিরিয়া আসিওনা৷ তুমি তোমার কর্মের ক্ষতি করিও না,যাহাতে তোমার অর্থের ক্ষতি না হয় সে ভার আমি লইব..”(১২ডিসেম্বর,১৯০০)।
শুধু চিঠি নয়,বিদেশে থাকার প্রয়োজনীয় আর্থিক সাহায্য জগদীশচন্দ্রের কাছে পৌঁছে গিয়েছে৷ নিজের আর্থিক সমস্যার জন্য ত্রিপুরার মহারাজার থেকে ১৫হাজার টাকা নিয়ে জগদীশচন্দ্র কে পাঠিয়েছেন রবীন্দ্রনাথ ৷ 'বসু বিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠায় রবি কবির অসমান্য অবদান আছে, নিজে অর্থ সাহায্য করেছেন, পরিচিতদের থেকে অর্থ ভিক্ষা করে এনেছেন৷ 'বোস ইনস্টিটিউট' উদ্বোধনের দিন বিদেশে থাকার জন্য নিজে উপস্থিত না থাকতে পারলেও লিখে পাঠিয়েছিলেন বিখ্যাত সেই গান
“ মাতৃমন্দির পুণ্য অঙ্গন/করো মহোজ্জ্বল আজ হে!/শুভ শঙ্খ বাজ'হ বাজ' হে ৷”
আবার রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনকে আরো বড় করতে উদ্যোগী তখন বন্ধুবর জগদীশচন্দ্র একই ভূমিকা নিয়েছেন, পরামর্শ থেকে আর্থিক সাহায্য করে রবীন্দ্রনাথের পাশে থেকেছেন৷ জগদীশচন্দ্রকে শান্তিনিকেতনের পরিচালনা পরিষদের সহ সভাপতির আসনে রবীন্দ্রনাথ যেমন বসিয়ে ছিলেন ঠিক তেমন বসু বিজ্ঞান মন্দিরের প্রথম গভর্নিং বডির অন্যতম সদস্য ছিলেন রবীন্দ্রনাথ৷
বিশ্ববন্দিত বিজ্ঞানী ও বিশ্বকবির গুনগ্রাহী বন্ধুত্বের আরেক নিদর্শন পরস্পরকে নিজের লেখা গ্রন্থ উৎসর্গ৷ রবীন্দ্রনাথ 'কথা','খেয়া', কাব্যগ্রন্থ সহ অনেক বই জগদীশচন্দ্রকে উৎসর্গ করেছিলেন। তেমন বিজ্ঞানী তাঁর লেখা ‘ The nervous mechanism of plant ’ গ্রন্থটি উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কে৷
কবি নোবেল পেলেন ১৯১৩সালে, বন্ধু গর্বে গর্বিত বিজ্ঞানী জগদীশচন্দ্র লিখলেন, “ পৃথিবীতে তোমাকে এতদিন জয়মাল্য ভূষিত না দেখিয়া বেদনা অনুভব করিয়াছি৷ আজ সেই দুঃখ দূর হইল৷”
জগদীশচন্দ্র তাদের বন্ধুত্ব সম্পর্কে লিখেছেন, “ আমার সমুদয় চেষ্টার মধ্যে আমি কখনও সম্পূর্ণ একা ছিলাম না৷ আমরা উভয়েই অপ্রসিদ্ধ ছিলাম, তখন আমার চিরবন্ধু রবীন্দ্রনাথ আমার সঙ্গে ছিলেন৷ সেইসব সংশয়ের দিনেও তাঁহার বিশ্বাস কোন দিন টলে নাই..।”
রবী ঠাকুর ও জগদীশ বোসের মতো এমন বন্ধুত্ব অক্ষয় হোক চিরকাল.. 🌸♥️
🙏|| প্রনাম ||🙏
✒️কলমে -- অরুণাভ সেন
♦️ গ্রন্থঋণ ও কৃতজ্ঞতা স্বীকার -- ‘সংগ্রামী বিজ্ঞানী জগদীশচন্দ্র’ (সুনীতিকুমার মণ্ডল)

No comments:

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।

Latest

হাতের স্পর্শে সত্যিই কি স্তনের আকার বৃদ্ধি

Featured Post

আলট্রাসনগ্রাম ছাড়াই যেভাবে জানবেন গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে! জেনে নিন বিস্তারিত-

গর্ভবতী নারীদের সঙ্গে তার বন্ধুরা বা আত্মীয়রা কথা বলার সময় অবশ্যই জিজ্ঞেস করেন, শিশুটি ছেলে না কি মেয়ে হবে? এটি প্রায় সকলের জন্য একটি মজ...

jk