শ্রী অলোক দীক্ষিত পেশায় একজন এনজিও কর্মকর্তা, ভালবেসে বিয়ে করেছেন একজন অ্যাসিড দগ্ধ নারীকে। সম্প্রতি তাদের কোল জুড়ে এসেছে ফুটফুটে এক সন্তান। অলোক প্রমাণ করেছে মানুষের চেহারাই সব কিছু নয়
ভালোবাসার এতো ক্ষমতা যা অসুন্দরকে ঢেকে দিতে পারে খুব সূক্ষ্ম ভাবে। আসলে সুন্দর মানসিকতাই পারে এসমাজকে পাল্টে দিতে ।
ওনাদের জন্য অনেক শুভকামনা রইল
No comments:
Post a Comment
আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।