উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। কিংবদন্তী অভিনেতা স্বামী আলমগীর হোসেনকে নিয়ে এবারের ঈদ কলকাতায় কাটিয়েছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে দেখা যায়, রুনা লায়লা ও আলমগীর ছাড়াও সেখানে ছিলেন রঞ্জিত মল্লিক, তাঁর স্ত্রী দীপা মল্লিক ও অভিনয়শিল্পী মেয়ে কোয়েল মল্লিক।
বোঝাই গেল, এবারের ঈদে ওপার বাংলায় কাটানো সময়ের মধ্যেই রঞ্জিত পরিবারের সঙ্গে দেখা করেছেন এই তারকা দম্পতি। এ বিষয়ে দেশের একটি জাতীয় দৈনিককে রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবার আলমগীর সাহেব ও আমার ভীষণ আপনজন। এবার কলকাতায় এসেছি শুনেই, তাঁরা দাওয়াত করেছেন। বিকেলে তাঁদের বাসায় গিয়েছিলাম। রাত আটটার আগে ফিরে এসেছি। আমাদেরও একটা সুন্দর বিকেল–সন্ধ্যা কাটল। অনেক দিন পর তাঁদের পরিবারের সবাইকে পেয়ে বেশ ভালো লাগল। কলকাতার বন্ধুরাও ঢাকায় এলে আমাদের বাড়িতে অতিথি হন।’
No comments:
Post a Comment
আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।