আমার খুব কম সংখ্যক মানুষই থাকুক,যারা আমায় বুঝবে!আমি হারিয়ে গেলে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে রটিয়ে দিবে পুরো পৃথিবী!
আমার অনেক মানুষের প্রয়োজন নেই।
আমার অন্তত একটা মানুষই থাকুক,যে কিনা আমি না থাকলে,শোক পালন করবে।অসুস্থ থাকলে সেবা না করুক,অন্তত অসুস্থতার খবর শুনে যার মন ব্যকুল হয়ে থাকবে এই সাধারণ আমিটার জন্য।
আমার অনেক মানুষের প্রয়োজন নেই।
আমার অন্তত খুব কম সংখ্যক মানুষই থাকুক,যারা আমায় শুধু ভালোবাসবে,যারা ভরসা দিবে খারাপ সময়ে।
পৃথিবীর এই শত-কোটি মানুষের ভীড়ে আমার অনেক মানুষের প্রয়োজন নেই।
আমার খুব কম মানুষই থাকুক,যারা মানসিক শান্তি দিবে,যারা আমায় হাসাবে।
আমার সত্যিই অনেক মানুষের প্রয়োজন নেই।
আমার প্রয়োজন খুব অল্প সংখ্যক মানুষ,যারা শুধু নিজেরাই ভালো থাকতে নয়,আমাকেও ভালো রাখতে আসবে।
কিছু সংখ্যক থাকুক,তাও যদি না থাকে,তবে অন্তত একটা মানুষই না হয় থাকুক;যে আমায় আমার মতো করেই বুঝবে!ভালো আর মন্দের সংমিশ্রণের এই ‘আমিটাকে’ ভালোবাসবে।
অন্তত একটা মানুষই থাকুক,আমায় প্রচন্ড ভালোবাসুক,আমাকে আমার মতো করে বুঝুক।
তবুও অন্তত একটা মানুষই থাকুক-আমার জীবনের জন্য আশির্বাদ হয়ে।
[Published:14 June,2022]
লেখায়ঃ Md. Fahad Mia
No comments:
Post a Comment
আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।