Adsterra

a-ads

pop

Thursday, July 14, 2022

শিক্ষানীয় পোস্ট পারিবারিক সম্পর্ক

শিক্ষনীয়_পোস্ট :-

স্ত্রী : এতোগুলো কাপড় ধোয়ার জন্য ফেলে রেখো না।
স্বামী : কেন?
স্ত্রী : কাজের মাসি আগামী ২দিন আসবেন না।
স্বামী : কেন?
স্ত্রী : তিনি মেয়ের বাড়িতে নাতনীকে দেখতে যাবেন। 
স্বামী : ওকে! তাহলে কিছু কাপড় আমি নিজেই ধুয়ে ফেলবো।
স্ত্রী : আমি কি উনাকে ১০০০টাকা অতিরিক্ত  দিতে পারি?
স্বামী : কেন?  সামনে তো দুর্গা পুজো!  তখন তো তাকে এমনিতেই বোনাস দিতে হবে!
স্ত্রী : ওহ জান!  তিনি তার মেয়ে এবং নাতনীকে দেখতে যাবেন। যাওয়ার সময় তিনি হয়তো তাদের জন্য কিছু নিয়ে যাবেন। আজকাল সবকিছুর দাম বাড়তি। যাওয়ার সময় তার কিছু টাকার প্রয়োজন!
স্বামী : তুমি অতি সহজেই ইমোশনাল হয়ে পড়ো! 
স্ত্রী : ওহ জান!  তুমি চিন্তা করো না, তোমাকে অতিরিক্ত খরচ করতে হবে না। আজ বিকেলে রেস্টুরেন্টে পিজ্জা খাওয়ার যে কথাটা ছিলো, সেটা আমি খাবো না। কেন শুধু শুধু কয়েক টুকরো ব্রেড খাওয়ার জন্য এতো গুলো টাকা খরচ করবো। সেই টাকাটা আমরা মাসিকে দিয়ে দিবো।
স্বামী : তোমার যা ইচ্ছে করো।
.
মাসি ৩দিন পরে বাসায় আসলো। এসেই ঘর-দোর পরিস্কার করতে লেগে গেলো।
স্বামী মাসি কে জিজ্ঞেস করলো: " আপনার ছুটি কেমন কেটেছে? "
মাসি : দাদা অনেক ভালো কেটেছে। আমি যাওয়ার সময় বৌদি(স্ত্রী)  আমাকে ১০০০টাকা দিয়েছেন ! "
স্বামী : তাই আপনি মেয়ে এবং নাতনীর সাথে দেখা করতে গিয়েছেন?
মাসি : হ্যাঁদাদা। অনেক মজা হয়েছে, ২দিনে সবটা টাকা খরচ হয়েছে ! 
স্বামী : তাই?  কি কি করলেন ১০০০টাকা দিয়ে শুনি?
মাসি: ৩০০ টাকা দিয়ে নাতনীর জন্য একটা জামা কিনেছি, ৮০ টাকা দিয়ে একটা পুতুল নিয়েছি, ২০০ টাকার মিষ্টি কিনেছি, ১৫০ টাকা দিয়ে মেয়ের জন্য চুড়ি কিনেছি, ১২০ টাকা বাস ভাড়া এবং ১৫০ টাকা নাতনীর স্কুলের খাতা-কলম কেনার জন্য দিয়েছি।
এভাবে মাসি সব টাকার হিসেব দিয়ে দিলো।
.
বিকেলে যখন সে স্ত্রীকে নিয়ে পিজ্জা খেতে গেলো, ওয়েটার পিজ্জা দেওয়ার পর সে আশ্চর্য হলো ! আট টুকরো পিজ্জার দিকে তাকিয়ে তার সকাল বেলায় মাসির কথাগুলো মনে পড়লো !.... 
সে আট পিস পিজ্জার দিকে তাকিয়ে রইলো
... ১ম পিস পিজ্জা দিয়ে ১টা শিশুর নতুন পোশাক
... ২য় পিস পিজ্জা দিয়ে ১টা শিশুর জন্য মিষ্টি
... ৩য় পিস পিজ্জা দিয়ে একটা শিশুর স্কুলের খাতা
....৪র্থ পিস পিজ্জা দিয়ে খেলার পুতুল
...৫ম পিস পিজ্জা দিয়ে বাস ভাড়া
...এভাবে কতোকিছু সম্ভব!
.
আট টুকরো পিজ্জা যেন তার মনকে হাতুড়ির মতো আঘাত করছিলো। এতোদিন সে পিজ্জাকে এক দৃষ্টি থেকে দেখতো, আজ মাসি তাকে পিজ্জার অন্য দিকটাও দেখিয়ে দিয়েছে। আট টুকরো পিজ্জা তাকে লাইফের নতুন অর্থ শিখিয়েছে।
আজ সে বুঝতে পারলো - " Spending for life! " or " life for spending ".
.collected post

No comments:

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।

Latest

হাতের স্পর্শে সত্যিই কি স্তনের আকার বৃদ্ধি

Featured Post

আলট্রাসনগ্রাম ছাড়াই যেভাবে জানবেন গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে! জেনে নিন বিস্তারিত-

গর্ভবতী নারীদের সঙ্গে তার বন্ধুরা বা আত্মীয়রা কথা বলার সময় অবশ্যই জিজ্ঞেস করেন, শিশুটি ছেলে না কি মেয়ে হবে? এটি প্রায় সকলের জন্য একটি মজ...

jk