Adsterra

a-ads

pop

Thursday, July 29, 2021

চোখের ক্ষতি থেকে সাবধান

চোখের নিচে দীর্ঘস্থায়ী কালি অনেক সময় কনসিলার দিয়েও ঢাকা যায় না। তাছাড়া অনেক ধরনের রূপচর্চা করেও চোখের নিচে কালোদাগ দূর হয় না।

এ ধরনের সমস্যার অন্যতম কারণ হতে পারে অপর্যাপ্ত ঘুম এবং চোখ ডলার অভ্যাস। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে চোখের নিচে দীর্ঘস্থায়ী কালি এবং বলিরেখা পড়ার কিছু কারণ উল্লেখ করা হয়।

ওয়াটারপ্রুফ মাস্কারার ব্যবহার

ওয়াটারপ্রুফ মাস্কারা বা যে মাস্কারাগুলোর বোতলে ‘লং ওয়্যার’ লেখা থাকে সেগুলো চোখের পাপড়ি থেকে উঠাতে বেশ কসরত করতে হয়। চোখের পাপড়ি থেকে মাস্কারা ভালোভাবে তুলে ফেলতে বেশ কিছুক্ষণ ঘষতে হয়। ফলে চোখের আশপাশের ত্বকের ক্ষতি হয় ও বলিরেখা পড়ে। তাই যেসব মাস্কারা খুব একটা দীর্ঘস্থায়ী নয় সেগুলো বেছে নেওয়া উচিত।নকল চোখের পাপড়ি

নকল চোখের পাপড়ি কৃত্রিম আঠার সাহায্যে চোখে লাগাতে হয়। আর ওই আঠাগুলো অনেক সময়ই চোখের ত্বকের জন্য ক্ষতিকর। চোখের সংস্পর্শে বা চোখের ত্বকে এই আঠার কারণে চোখের চারপাশে অ্যালার্জি বা চুলকানি হতে পারে। যা চোখের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।

সাঁতারের চশমা

সাঁতারের সময় যে চশমা পরা হয় তা চোখের চারপাশের ত্বকের উপর চেপে থাকে। যা ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এতে করে চোখে বলিরেখা পরতে পারে।

No comments:

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।

Latest

হাতের স্পর্শে সত্যিই কি স্তনের আকার বৃদ্ধি

Featured Post

আলট্রাসনগ্রাম ছাড়াই যেভাবে জানবেন গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে! জেনে নিন বিস্তারিত-

গর্ভবতী নারীদের সঙ্গে তার বন্ধুরা বা আত্মীয়রা কথা বলার সময় অবশ্যই জিজ্ঞেস করেন, শিশুটি ছেলে না কি মেয়ে হবে? এটি প্রায় সকলের জন্য একটি মজ...

jk