Adsterra

a-ads

pop

Tuesday, July 6, 2021

যা খেলে পুরুষের শরীর ঠিক থাকে #পুরুষেরশরীরঠিকথাকে

 

যা খেলে পুরুষের শরীর ঠিক থাকে
#healthbangla #health #শরীরস্বাস্থ্য #coronavirus

বয়স লুকাতে চান? সুস্থ থাকতে তারুণ্য ধরে রাখতে কিছু খাবার পুরুষের জন্য অতি প্রয়োজনীয় নিয়মিত এসব খাবার খেলে সহজে বয়সের ছাপ পড়ে না বয়স বাড়তে শুরু করলে শরীরে তার চিহ্ন ফুটতে শুরু করে শুধু বয়সের ছাপ নয়, শরীর দুর্বলবোধ হতে থাকে যাঁরা বংশগতভাবে ভাগ্যবান বা যাঁরা স্বাস্থ্যকর জীবন যাপন করেন, তাঁদের ক্ষেত্রে সহজে বয়স বোঝা যায় না বয়স চল্লিশের কোঠায় যাওয়ার পর থেকে মেটাবলিজমের হারকমতে থাকে তাই সময় শরীর ঠিক রাখতে খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও দেহঘড়ির চলার পথ আটকানো কঠিন, তারপরও কিছু খাবারের কারণে বয়সের ছাপ পড়ার হার ঠেকিয়ে রাখা যায় ভারতের পুষ্টিবিদ শিল্পা অরোরার মতে, কিছু খাবার আছে, যা ফাইটোনিয়ট্রিয়েন্টে ভরপুর ছাড়া তারুণ্য ধরে রাখতে ওমেগা- ফ্যাট, লাইকোপেন, ভিটামিনসিনিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত তারুণ্য ধরে রাখেএমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে নিন:

 More Read: চাহিদার চেয়ে বেশি পানি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে!

টমেটো: টমেটোতেআছে লাইকোপেন। এটি শরীর সুস্থ রাখে এবং তারুণ্য ধরে রাখে। ক্ষতিকর বিষাক্ত পদার্থ থেকে এটি শরীরকে সুরক্ষা দেয়। টমেটো ত্বকে কোলাজেন তৈরি করে এবং ত্বকে প্রোটিনের সরবরাহ বজায় রাখে। টমেটোর আছে নানা গুণ। এতে আছে ভিটামিন’, যা আমাদের ত্বক সুন্দর রাখে। স্কার্ভি রোগ প্রতিরোধ করে ভিটামিনসি প্রতি ১০০ গ্রাম টমেটো থেকে শক্তি পাওয়া যায় প্রায় ২০ ক্যালরি। টমেটোতে পানির পরিমাণ প্রায় ৯৪ শতাংশ।লাইকোপেননামের একধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির কারণে টমেটোর রং লাল। লাইকোপেন শরীরের মুক্ত যৌগমূলকগুলোকে নষ্ট করে দেয় এবং কোষগুলোকে রক্ষা করে। লাইকোপেন ক্যানসার প্রতিরোধ করে প্রোস্টেট, বৃহদন্ত্র, মলাশয়, পাকস্থলী, গ্রাসনালি ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গের ক্যানসার প্রতিরোধে টমেটো সহায়ক ভূমিকা রাখে বিভিন্ন গবেষণায় ব্যাপারে প্রমাণ মিলেছে


মাছের তেল: মাছের তেল ওমেগা- ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস। এটি শরীরের কোষের প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং ঠিকমতো চালাতে সাহায্য করে। এতে উচ্চমাত্রার হজমে সহায়ক প্রোটিন আছে, যা ত্বকের বলিরেখা দূর করে। এটি রক্তের চিনির মাত্রা কমায়, যা বয়সের ছাপ ফেলার জন্য প্রাথমিক কারণ হিসেবে মনে করা হয়। প্রতিদিন খাদ্যতালিকায় তাই মাছ রাখা উচিত


বাদাম: সুস্বাস্থ্যের বিবেচনায় প্রতিদিন খাদ্যতালিকায় বাদাম রাখা উচিত। তারুণ্য ধরে রাখতে এতে দরকারি ভিটামিন পুষ্টি আছে। কাজুবাদাম, আখরোট কাঠবাদাম ওমেগা--এর প্রয়োজনীয়তা মেটায়


বেরি: স্ট্রবেরি,ব্ল্যাকবেরি ব্লুবেরিতে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েডসের ভালো উৎস। এতে আছে প্রচুর ভিটামিনসি’, যা কোলাজেনকে শক্তিশালী করে। এতে ত্বকের দাগ কমায়


গ্রিন টি: তারুণ্য ধরে রাখতে অনেক জনপ্রিয় একটি পানীয় হচ্ছে গ্রিন টি বা সবুজ চা সবুজ চায়ে রয়েছে একাধিক পুষ্টি উপাদান খনিজ পদার্থ, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, যা ভাঁজহীন ত্বক এবং অভ্যন্তরীণ অবস্থা ভালো রাখতে সাহায্য করে


দই: দইয়ে থাকা ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। দই বয়সের কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে। দইয়ে ক্যালসিয়ামও থাকে। প্রোটিনের দারুণ উৎস দই। প্রয়োজনীয় ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে। এতে রিবোফ্লোবিন, ফসফরাস ভিটামিন ১২ রয়েছে


অ্যাভোকাডো: পুষ্টিকরফলগুলোর মধ্যে অ্যাভোকাডো একটি। কেননা, এর মধ্যে আছে নানা ঔষধি গুণও। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, খনিজ পদার্থ, ভিটামিন’, ‘সি’, ‘কে আছে প্রচুর পটাশিয়াম, যা কলার চেয়ে ৬০ ভাগ বেশি। ১৮ ধরনের অ্যামাইনো অ্যাসিড, ৩৪ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট। উল্লেখযোগ্য পরিমাণ ভালো কোলেস্টেরল, যা শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। অর্থাৎ শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সহায়তা করে। তথ্যসূত্র: এনডিটিভি

Source Of: prothom alo

কি খাবার খেলে শরীর ভালো থাকে, #সারাজীবনসুস্থ থাকার উপায়, শরীর ও মন সুস্থ রাখার উপায় ,শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম, #শরীরস্বাস্থ্য মোটা হওয়ার ওষুধ, স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করা উচিত, সুস্থ থাকার খাবার তালিকা শরীরে শক্তি বৃদ্ধির ঔষধ,যা খেলে #পুরুষেরশরীরঠিকথাকে #healthbangla #health #শরীরস্বাস্থ্য #coronavirus

 

 

No comments:

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।

Latest

হাতের স্পর্শে সত্যিই কি স্তনের আকার বৃদ্ধি

Featured Post

আলট্রাসনগ্রাম ছাড়াই যেভাবে জানবেন গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে! জেনে নিন বিস্তারিত-

গর্ভবতী নারীদের সঙ্গে তার বন্ধুরা বা আত্মীয়রা কথা বলার সময় অবশ্যই জিজ্ঞেস করেন, শিশুটি ছেলে না কি মেয়ে হবে? এটি প্রায় সকলের জন্য একটি মজ...

jk