Adsterra

a-ads

pop

Monday, August 2, 2021

কার্যকরী এই প্যাক আপনার চুল সিল্কি কালো ও উজ্জ্বল করবে

 


সুন্দর ঘন কালো চুল কার না পছন্দ। কিন্তু চুলের ঠিক মতন যত্নের অভাবে চুলের সুন্দর্য দিন দিন কমতে থাকে। আবার অনেকে হেয়ার ফলের সমস্যায় ভুগে থাকেন। চুল লম্বা হতেই যায় না। এই সব সমস্যার সমাধানের ঘরোয়া পদ্ধতি নিয়ে আজ বিডি সংসার এর আয়োজন। তাহলে আসুন দেখে নেই কি সেই সমাধান।

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার -

প্রাচীনকাল থেকে চুলের বৃদ্ধিতে পেয়াজের ব্যবহার হয়ে আসছে। পেঁয়াজে রয়েছে সালফার। যা চুলের কোলাজেন টিস্যুর বৃদ্ধিতে সাহায্য করে। সাহায্য করে চুলের বৃদ্ধিতে।

কিভাবে এই প্যাক তৈরি করবেন - পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি পরিস্কার কাপড়ে রেখে চিপে রস বের করে নিন। এই পেয়াজের রস পুরো মাথার ত্বকে খুব ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এই প্যাক ২ বার ব্যবহার করুন। দেখবেন চুল পড়া অনেক কমে গিয়েছে।

চুলের যত্নে মেহেদীর মাস্ক -

চুলের যত্নে আরেকটি ভালো উপাদান হচ্ছে মেহেদী। এই মেহেদী চুল করে সিল্কি, ঘন ও কালো।

১ কাপ পরিমান গুড়ো মেহেদী ও অর্ধেক কাপ পরিমান টক দই এক সাথে ভালো করে মিশিয়ে নিন। এই মেহেদীর মিশ্রণ চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো ভাবে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে একটি ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন ব্যবহার করতে পারেন এই মাস্ক।

No comments:

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।

Latest

হাতের স্পর্শে সত্যিই কি স্তনের আকার বৃদ্ধি

Featured Post

আলট্রাসনগ্রাম ছাড়াই যেভাবে জানবেন গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে! জেনে নিন বিস্তারিত-

গর্ভবতী নারীদের সঙ্গে তার বন্ধুরা বা আত্মীয়রা কথা বলার সময় অবশ্যই জিজ্ঞেস করেন, শিশুটি ছেলে না কি মেয়ে হবে? এটি প্রায় সকলের জন্য একটি মজ...

jk