প্রশ্ন : আমি একটি বিয়ের অনুষ্ঠানে খাবার গ্রহণ করছিলাম। তখন আমার এক আত্মীয় আমাকে সালাম করলেন। কিন্তু যেহেতু আমি খাবার গ্রহণ করছি, তাই তার সালামের উত্তর দিলাম না। এতে তিনি কিঞ্চিৎ রাগান্বিত হয়েছেন। আমার প্রশ্ন হলো, খাবার গ্রহণের সময় কাউকে সালাম দেওয়া কি জায়েজ? কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব?
উত্তর : খাবার গ্রহণের সময় কাউকে সালাম দেওয়া মাকরূহ। এবং সেসময় সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়। (আদ্দুররুল মুখতার : ৬/৪১৫, রদ্দুল মুহতার : ৬/৪১৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/১১৩)
No comments:
Post a Comment
আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।