Adsterra

a-ads

pop

Thursday, May 12, 2022

Golden Chariot: অশনি-র দাপটে সমুদ্রতটে ভেসে এল রহস্যময় 'সোনালি রথ'!

 

শ্রীকাকুলামে।

সাইক্লোন অশনি-র আশঙ্কায় ত্রস্ত ওড়িশা ও অন্ধ্রের বিস্তীর্ণ উপকূলভাগ। তার মধ্যেই চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুন্নাপল্লী খাঁড়িতে। 

মঙ্গলবার সেখানকার মানুষ দেখলেন সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে ওঠানামা করছে একটি সোনালি রথ। ক্রমশ তা এগিয়ে এল তীরের দিকে। তখনই তাকে টেনে তীরে আনলেন এলাকার মানুষজন। চাঞ্চল্য ছড়াল এলাকায়। শ্রীকাকুলাম পুলিসের দাবি, এটি সম্ভবত কোনও রথ। সম্ভবত দক্ষিণ এশিয়ার কোনও দেশ থেকে তা ভেসে এসেছে।

 গোটা বিষয়টি তারা জানিয়েছেন প্রশাসনের উপরতলায়। পুলিসের ধারণা রথ বলা হলেও ওই কাঠামোটি কোনও মঠেরও হতে পারে। সম্ভবত সেটি এসেছে মায়ানমার, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড থেকে। এলাকার মানুষজনেরও এমনটাই ধারণা। এদিকে, প্রশাসনের একাংশ মনে করছে, ওই রথের মতো কাঠামোটি অন্য কোনও দেশ থেকে ভেসে এসেছে মনে করা হলেও তা নাও হতে পারে। এমনটাও হতে পারে, এটি কোনও সিনেমার সেটের অংশ! উপকূলেই কোথাও কোনও শুটিং হচ্ছিল। অশনির দাপটে তা ভেসে এসেছে শ্রীকাকুলামে।

No comments:

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।

Latest

হাতের স্পর্শে সত্যিই কি স্তনের আকার বৃদ্ধি

Featured Post

আলট্রাসনগ্রাম ছাড়াই যেভাবে জানবেন গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে! জেনে নিন বিস্তারিত-

গর্ভবতী নারীদের সঙ্গে তার বন্ধুরা বা আত্মীয়রা কথা বলার সময় অবশ্যই জিজ্ঞেস করেন, শিশুটি ছেলে না কি মেয়ে হবে? এটি প্রায় সকলের জন্য একটি মজ...

jk