কিভাবে এই প্যাক তৈরি করবেন - পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি পরিস্কার কাপড়ে রেখে চিপে রস বের করে নিন। এই পেয়াজের রস পুরো মাথার ত্বকে খুব ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এই প্যাক ২ বার ব্যবহার করুন। দেখবেন চুল পড়া অনেক কমে গিয়েছে।
চুলের যত্নে মেহেদীর মাস্ক -
চুলের যত্নে আরেকটি ভালো উপাদান হচ্ছে মেহেদী। এই মেহেদী চুল করে সিল্কি, ঘন ও কালো।
১ কাপ পরিমান গুড়ো মেহেদী ও অর্ধেক কাপ পরিমান টক দই এক সাথে ভালো করে মিশিয়ে নিন। এই মেহেদীর মিশ্রণ চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো ভাবে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে একটি ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন ব্যবহার করতে পারেন এই মাস্ক।
No comments:
Post a Comment
আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো, ধন্যবাদ সাথে থাকার জন্য।